চক পেন্সিলে আকাঁ হয়নি যে,
পাঠশালার ডাস্টারে মুছে দেবে।
আটসাঁট করে বাঁধা হয় নি যে,
কেটে দিলেই গড়িয়ে যাবে।


জলের ভাষায় লিখিনি
এক সাগর জল দিয়ে ধুঁয়ে দেবে।


পার যদি ক্ষুন্তি নিয়ে এসো,
উত্তোলন করে নিয়ে যাও
যা কিছু ভালবাসার যন্ত্র থাকে।


তুমি সব পার না,
পারো না
পৃথিবীর সব গোলাপ নষ্ট করে দিতে।


গভীরতা বোঝ না,
আরো বোঝ না
না বলা কথা মনের প্রাপ্যতা।
রংধনু সেজে জেনেছি
ঝড়ের মুখে আম কুড়ানো মেয়ে
মাত্রই কৈশরে প্রেমের চিঠি।