লেখক: মোঃ আলিম উদ্দিন
বখাটে ছেলে
বুঝা যায় চুলে
অর্ধেক খায় ইদুরে
অর্ধেক রাখে তুলে
বখাটে ছেলে।
চুরের মত চুল রেখে
মেয়েদের মতো চলে
বখাটে  ছেলে।
প্যান্টটা টাইট পড়ে
বসলে যায় খুলে
লজ্জা শরমের দ্বার ধারেনা
সবাই তাকায় তলে
বখাটে ছেলে।
কানে পড়ে ইয়ারিং
হাতে ব্রেসলাইট
ইভটিজিং এ ধরা পড়ে
খায় মানুষের লাথ।
রাস্তাঘাটে বসে শুধু
আড্ডা ইয়ার্কি করে
বখাটে ছেলে।
ওরা হলো অমানুষ
পেট থাকে খালি
নাই মানুষের বড়াই বেশি
সবাই দেয় গালি।