এটা তোমার বাবার নয়
সরকারি রাস্তা
নিজের স্বার্থে নষ্ট করে
টাকা কামাও বস্তা বস্তা।
তুমাদের মতো অমানুষের জন্য
কষ্ট করে জনগন
রাগব গোয়ালদের হাত করে তুরা
মানুষ কে করো শোষন।
রাস্তার দ্বারে সরকারি জমিতে
গরীবরা করে চাষ,
সেখানে তোরা কেন বাধা দিস
করবে কেন তাদের ফসলের সর্বনাশ?
এটা তোদের একার নয় তো
বাপ দাদার সম্পদ
অবৈধ পথে আর কত চলবে
বের হবেই একদিন সব।
আইনের কাছে একদিন হলেও
তুমরা খাবে ধরা,
জয় হবে সাধারণ মানুষের
মুখ লুকাবে তোরা।
সময় থাকতে সাবধান হও
অমানুষ জানোয়ার,
মিলেমিশে কর তুমরা
উন্নতি সমাজটার।