আমি অনেক বড় জ্ঞানী নয়
কিংবা অনেক বড় শিক্ষিত,
সমাজের চোখে এখনো আমি
হয়তো অনেক ছোট।
কে কি বলে ধার ধারিনা
চলি আমি আমারই মতো।
ভালো মানুষের নিই উপদেশ
মন্দ এড়িয়ে চলি
সৎ সঙ্গ যদি ও না পাই
তবু নাহি আমি টলি।
মন খারাপ হয় যখন মোর
যাই প্রকৃতির সান্নিধ্যে
স্বীকার করি নির্দিধায়
ভালো মন্দ সব গুন আছে
আমারই মধ্যে।
আমি তো আর ফেরেস্তা নয়
ভুল যে আমার হবেনা?
ভুল গুলো ধরিয়ে দিয়ে
তারপর করো সমালোচনা।
অকারনে গীবত করা
অমানুষের লক্ষন
বিবেক খাটাও হে মানুষ
বিবেক তোমার শ্রেষ্ঠ ধন।