নিজের চেয়ে নিয়ে ভেবেছি বেশি
অন্যের দুঃখ- কষ্ট
নিজের জন্য করিনি কভু
পরের সুখ নষ্ট।।
কারন আমি মানুষ
আমার আছে মনুষ্যত্ব।
বিবেক আমার জাগ্রত সদা
অন্যের তরে
অপরের সুখে খুশি আমি
সারাজীবন ধরে।
অন্যের মুখে হাসি দেখলে
বুক ভরে আনন্দে
ওহে মানুষ  আসো সবাই
পরের কল্যানে।