'মায়া' সে এক ভ্রান্তির ছল,
আঁখি করে টলমল;
রাখিতে পারি না ধরিয়া আমি
গড়াইয়া পড়ে অশ্রু জল।।
'মায়া' সে এক নিবিড় বন্ধন,
ছিন্ন করা যায় না তারে
থমকে যায় হৃদ স্পন্দন।।
তবু সে বাঁধন ছিন্ন করে
চলে যেতে হয় অনেক দূরে;
জড়াইতে হয় নতুন মায়ায়
গ্রাস হতে হয় মৃত্যু ছাড়ায়।।