কবি নীরব কেন আজ এ অবেলায়!
কেন কবির মনে প্রেম নেই,
কেন কবিতা নেই কবির কন্ঠে,
কোন বিরহ বেদনায় কবি আজ কাতর?
কাহার চিন্তায় কবি আজ বিভোর?
কাহার লাগিয়া কবি লিখেছে
বিরহেরই গান,
কাহার স্মরণে কবি বেধেছে করুণ এ তান।।
কবি নীরব কেন আজ এ অবেলায়!
কাহার লাগিয়ে কবির মন আজ আকুল,
কিসের আশায় কবির মন আজ ব্যাকুল,
কে সেই সৌভাগ্যবতী?
যাহার জন্য কবির এতো ব্যাকুলতা ,
কে সেই মায়াবতী?
যাহার জন্য কবির এতো আকুলতা।।
সে কি কখনো অনুভব করেছে কবির মনের আর্তনাদ ,
সে কি কখনো বুঝেছে কবির মনের ভালবাসা,
সে কি কখনো শুনেছে কবির মনের প্রার্থনা???
জানি, সে অনুভব করেনি
জানি, সে শোনেনি
আমি জানি, সে কখনো বোঝেনি কবি মন কে।।
যদি সে বুঝতো......
নীল আকাশের সন্ধা তারায় কবির অস্তিত্ব খুজতো!!!