মস্ত সজনে গাছের পাতা পড়ে আছে আঙিনায়।
রোদপোড়া হাতের অবলম্বনে । সাইকেল প্যাডেল করে চলে যাও ।রামধনুর মত
দুর শ্রমিকের ঘামের গন্ধে।
একটা প্রদীপের ঘরে ।আমার কপালে কাজলের টিপ।এত আবির তোমার পকেটে।
যেনো খেলনা কিনতে দিন ফুরোলো
পোড়া মাটির পুতুলে ।
সেই পুতুল খেলা বন্ধ হলে ,
অনেক অনেক মোমবাতি ক্ষয়ে যাওয়ার পর,
বুঝতে পারি!
ভাঁটু ফুলের গন্ধে গোপনীয় ঋণ শোধ করে।
বাজারের থলের মধ্যে মায়ের যৌবনকাল সঙ্গে নিয়ে।
তুমি ঠায় দাড়িয়ে আছো পৌষমেলার ভিতরে।