বাঁশিটা আমাকে অনেক ভালবেসে ছিল,
আমার সুর ছাড়া কখনো বেজে উঠত না,
আমি ছিলাম তার নিয়ন্ত্রক,
আজ বাঁশি আমার সুরে সুর ধরে না,
আর ধরবে বা কেন,
সে তো পুরাতন সুরে নয় নতুন সুরে বেজে উঠে,
মেয়ে তুমি যখন ছিল,বাঁশিটা নতুন সুর খুজে পেত....
তাই তো সকাল,দুপুর,রাত কারণ অকারণে বেজে উঠত।
আর আমি পেয়েছিলাম ভালবাসা,
যে দিন থেকে তুমি ছিলে না,আমি হারিয়েছি ভালবাসা আর বাঁশিটি সুর।
মেয়ে তুমি অাছ বলে, তুমার প্রতি ইচ্ছা জাগে,তুমি অাছ বলে শত কষ্ট দেওয়ার পরেও বার বার ফিরে আসি।
আজ আমায়, ঘুড়ির মত আকাশে উড়িয়ে দিয়ে,সুতার লাটাই হাতে রেখেছ।
নিয়ন্ত্রণহীন আমি।
কখনো বলব না  ফিরে এসো,
কখনো বলব না আমাকে ভালবাস,
আমার আমি, সুরবিহীন বাঁশি নিয়ে থাকব।