(উংসর্গ-কবি-সাইফ আল মাহমুদ আপন)


কখনো কেউ শিখায় নি,শুধু অনুপ্রেরণা দিয়েছিল,
সাহিত্যের পথে কখনো হাটিনি,তবে কেমনে বুঝব এর রস কত মিষ্টি।
তবে এইটুকু বুঝি,
শত কষ্টের মাঝে আনন্দ দেয় সাহিত্য,
দুঃখকে সাহিত্যের সাথে ভাগ করতে পারি,
মনের কথাগুলো শব্দের আকারে কবিতায় প্রকাশ করতে পারি,
অজানা কথা অন্যজনের কবিতার মাধ্যমে জানতে পারি,
সাহিত্য আমায় শিখিয়েছে,হিংসা করে নয় ভালবেসে সব জয় করা যায়।
সাহিত্য আমাকে সঠিক মানুষ চিনতে শিখিয়েছে,
তাই তো, আজ আমি সাহিত্যের পথে।
অনেক ভালবাসি সাহিত্য।
ভালবাসি সাহিত্য।।