(উৎসর্গ -কবি- মো:কামরুল ইসলাম শীমুল)
সুখের প্রদীপটা যখন নিভু নিভু করছিল
হঠাৎ ঝড়ো হাওয়ায়,
তখন আমাকে বাঁচতে শিখিয়েছিল
শিখিয়েছিল পথ চলতে
সেই মানুষটি ।
কখনো আপন ছিলনা,
রক্তের সর্ম্পক ছিল না,
তবু সে ভালবাসত।
আমার তুচ্ছ হৃদয় কিছু দিতে না পারলেও
তবু সে দূর পথের সঙ্গী হতো,
কপালে মিষ্টি চুমু ‍দিত,
তাই তো আরও কাছে আসতে চেয়েছিলাম
পরিণামে  আজ অনেক দূরে ।
তাই নিজেকে বড় নিষ্ঠুর মনে হয়,
আমার উপস্থিতি তার জন্য অভিশাপ।
তবু যত দূরে যাক,
ভূলব না কখনো,
এ যে সর্ম্পকের বাধন।।