বন্ধু আমায় বলেছিল সে সময়ের কথা,
যে সময়ে নিজের জীবনের কথা চিন্তা না করে যুদ্ধে গিয়েছিল।
সে বলেছিল, যখন একটা গুলি এসে আমার পায়ে লাগল,
তখন আমার মা আর ছোট বোনের কথা চোখে ভেসে উঠেছিল,
মনে হয়েছিল আমি না থাকলে মার কি হবে,
পরক্ষণে মনের সব ভুল অবসান হলো
মনে হয়েছিল হাজার মা বোনের কথা,
যারা একটি স্বাধীন দেশের অপেক্ষায় আছে,
তখন ভুলে গিয়ে ছিলাম আমার মায়ের মুখ
ভুলে গিয়েছিলাম আমার পায়ের ব্যাথা,
দেশে স্বাধীন হয়েছে,
গল্পটা শেষ হয়নি
বন্ধু চিৎকার করে বলেছিল
যাদের জন্য দেশ স্বাধীন করছি,
সেই মানুষ গুলো আমার মায়ের খাবার কেড়ে নেয়,
আমার বোনের ইজ্জত নিয়ে খেলা করে।
বন্ধু বলেছিল,
আমি তো দেশের কাছে বিনিময়ে কিছু চাই নি,
চাইনি টাকা পয়সা, বিলাসিতা,
চাইনি রাষ্ট্রের কোন ক্ষমতা,
শুধু হারিয়েছি, আর কেঁদেছি
এই কি প্রতিদান ছিল?