বাবুই পাখি তোমার নিকট শিখবো অনেক কিছু
তাইতো আমি নিত্য ডাকি থাকি তোমার পিছু,
ব্যস্ত ভীষণ থাকো সদা তোমার আপন কাজে
আজ বসো না বলবে কিছু গল্প কথার মাঝে।


কি অপরূপ রূপের বাহার জানলে কোথায় বলো
তোমার শত গুণের কথা শুনি আজি চলো,
কেমন করে বানাও তুমি এতো সুন্দর বাসা
দেখলে শুধু চেয়েই থাকি দারুণ রকম খাসা।


চোখের পলক পড়তে মানা হৃদয় শুধু বলে
এতো দারুণ ফসল তোমার কতো শ্রমের ফলে?
অবাক করা ঘাসের স্তরে তোমার বাসা দেখে
চড়াই মশাই পুড়ে মরে পরের দালান থেকে।


ছোট্ট অতি তোমার বাসা তবু স্বাধীন তুমি
শ্রমের মাঝে জীবন কাটাও কষ্ট ব্যথা চুমি,
নিজের মতো ক্ষুদ্র হয়েই বাঁচো সত্য দিয়ে
গর্ব করি মানুষ হয়ে আমরা তোমায় নিয়ে।


মানুষ জাতি তোমার মতো যদি কভু হতো
ভালো কাজে বিশ্বটারে করতো ভালো কতো!
অল্প নিয়েই তুষ্ট জীবন গড়তো সবে মিলে
শুভ কিছুর মিলন হতো অহংকারী দিলে।