দীপ্ত বাসনা তৃপ্ত বিষাদ হয়েছে সম্বল আজ
ফিরি আনমনা নেই কোন মানা রিক্ততার সুর শুধু করে বিরাজ।
চলি পথে প্রত্যক্ষদর্শীতে, কতো ঘটনার মিলে
হারিয়ে যায় বহুদূর, জীবনের সাথে খেলে।
আধুনিক প্রযুক্তির উন্নত বিশ্বের কতো ওলি-গলি, গ্রামে
শুধু মৌলিক চাহিদার যোগান ঘটাতে দিচ্ছে জীবন ঢেলে
দু'বেলা পেটের আহার যাদের আভিজাত্য বটে
তারা কিভাবে দিবে পাড়ি, উন্নত বিশ্বের তটে!
আকাশচুম্বী স্বপ্ন যাদের হয়েছে বিলীন চুপি চুপি
তারা বুঝে জীবন নদীর কষ্টের তীব্রতা কতখানি।
মাথা তুলে দাড়ানো কতো সারি সারি ইমারতের অঢেল মিছিল
বহু কল-কারখানা আরো শতো বিত্তবান এর বিত্তের সামিল।
কতো অপূর্ব স্থাপনা, শৌখিন্যতার বিলাসবহুল জীবন মিশেছে তাতে,
আপন মনের সুখের সন্ধানে মাতোয়ারা সবাই প্রতিযোগিতাতে।
সুখ কি রয়েছে বিত্ত খরচে? যেটায় মেতেছে সবাই
প্রকৃত সুখ নাইরে কিছুতে, শুধু দানে আছে ভাই।
অগণিত যারা সুখি ছিলেন, বিলিয়ে দিয়েছেন অন্যের তরে সমস্ত কিছু
অন্যের হাসিতে নিজের সুখ খুজে নিয়েছেন শুধু।
অসীম সুখি যদি হতে চাও, নিজেকে বিলিয়ে দাও
মনের বৃহৎ পরিসরে লাঞ্চিতদের বাসনায় নিজের সুখ খুঁজে নাও।
তাতেই এ ধরায় স্রষ্টার হাত ধরে মঙ্গলে হবে পরিপূর্ণ
কাঁধে কাঁধ রেখে সবাই মিলে বেঁচে থাকবো, এ সুন্দর পৃথিবীর জন্য।