নির্দিষ্ট কিছু দিনের ব্যাপ্তিতে ক্লান্তহীন জীবনের রাস্তায়
চলছি একা আর কিছু কষ্ট নিয়ে...
খুব ভালো আছি যেটুকু আছে আমার মেনে নিয়ে
নিজেকে রাখবো ভালো বাকিটা সময়।
জীবন যুদ্ধে আমার সংগ্রাম চলছে তীব্রবেগে
অভিজ্ঞতার সঞ্চয়পাত্রে যোগ হচ্ছে বিচিত্রিতা
কতটা কষ্ট আর কতটুকু অপূর্ণতা নিয়ে বেচে আছি আমি
অশ্রুসিক্ত চোখের বহিঃপ্রকাশে সেটা মনমাঝি খুব ভালো জানে।
যেটা পাইনি সেটার জন্য কভু কাঁদতে চাই নি
কষ্ট পেতে চাইনি আমি। কিন্তু মন মানে না
কতো শত অপূর্ণতা আর সরিষা ভোর নগন্য পূর্ণতা
অনেক বেদনার মাঝে কিছু আনন্দে বেঁচে আছি।
অনেক চেয়েছি কিছু পেয়েছি তবুও মেনে নিয়েছি
ভালো লাগাটাও এর মাঝেই খুজে পেয়েছি।
অন্যের মঙ্গলে তাকাই নি কভু করিনা হিংসা
শুধু নিজের আত্মতৃপ্তিতেই খুজি আমার সুখের আশা।
জীবন নামের পরীক্ষা দিতে প্রভু পাঠিয়েছেন দুনিয়ায়
পরীক্ষার ফল যে হতে হবে ভালো,
বহু কষ্ট, ত্যাগ, সাধনার একত্রে জীবনের অঙ্ক না মিললে
সেই ভয়ানক কঠিন সময়ে মিলবে না আলোর সন্ধান।
জীবন মানে কষ্ট, জীবন মানে সংগ্রাম আর ঝড়ের তীব্রবেগে
এই বিচিত্র জীবনে তবু মনে আসে সান্ত্বনা
কারন প্রতিদানের আশায় তাকিয়ে আছি তোমার পানে
ওগো আল্লাহ তুমি নিরাশ করো না!