মানুষ যদি হয় সকল আল্লাহর দান
আর সবই পেশায় থাকে যদি তারি হাত
তবে রিকশাচালক কেন তার পাবে না সম্মান?
মানুষজাতি আজ বিভক্ত কেন, কতো জাত-পাত।
রাজার চোখে প্রজারা যদি থাকে সবাই সমান
তবে প্রজারা কেন বিভক্তিতে হারায় নিজ সম্মান?
এ ধরার শ্রেষ্ট প্রাণী মানুষ যদি হয়
স্বার্থ লিপ্সায় একে অন্যের কেন কেড়ে নেয় প্রাণ?
সত্য পন্থায় বীর যোদ্ধারা থাকে যদি দেশে
তবে কেন এতো অমানবিক ইতিহাসের সাক্ষী হওয়া লাগে?
মানবতার মুখোশধারীদের শোষণ নিপীড়ন
আর কতকাল বীর জনতা দেখবে জেগে জেগে?
ভুলপূর্ন জীবন নিয়ে ভুলের সাথে বসবাস
প্রকৃত সেই সত্যটার যদি না পাওয়া যায় স্বাদ_
তবে মানুষ হয়ে বেঁচে থেকেও দুর্ভাগ্যবান বটে
জীবন যৌবনের অঙ্ক সেটা হয়ে যাবে বরবাদ।
মনুষ্যত্ব বাচিয়ে রেখে মানুষ হয়ে চলতে ফিরতে
কখনোও যেন না হয় মানুষের বিড়ম্বনা
জাত-পাতের বড়াই মুছে গিয়ে সকল মানুষ সম্মান পায় যেন
বিশ্ব-মানবতার কাছে এ আমার দৃঢ় প্রার্থনা।