বৃষ্টিস্নাত একটা সকাল, কাটেই ভালো
একলা তবে, কফি হাতে
কি হারালো, কে হারালো? চিন্তা সেরে
স্রষ্টা প্রেমে মগন ছিলেম দিনে রাতে।
বৃষ্টি বলেই রবে কেউ হাতের কাছে
মিশে যাবে অন্তরে,
স্রষ্টা যদি না দিল কেউ, অসন্তুষ্ট কেন
এ জীবন বন্দরে?
জীবন নগর উন্নয়নে মনের চাওয়া
খোয়াব নামায় থাকে যদি ইচ্ছে পাওয়ার
প্রভু’র নিকট আর্জি করো প্রার্থনাতে
ভুলেই গেলে রবকে তোমার, তবুও ভাবো?
ভাবনা তোমার, থাকবে সবই তোমার হাতে?