অযতা মানুষকে মারামারি তবুও ও বলে বেড়ায় নীতি,
এটাই হল বাংলাদেশের ছাত্রদের রাজনীতি।
তাদের হাতে কে তুলে দিল কলম ছেড়ে অস্ত্র,
আজ বাংলার মানুষ তার উত্তর চায় ছোট বড় সবাই।
যে নাকি কলমের লেখা দিয়ে বিশ্ব করবে জয়,
সে আজ অস্ত্র টেকিয়ে মানুষকে করে ক্ষয়।
জ্ঞানী-গুনীরা বলে ছাত্র রাজনীতি একি হায় হায়।
১৯৫২'র ভাষা আন্দোলনের কথা মনে পরে যায়।
রফিক, সালাম, বরকত, শফিউল আরো অনেক জন,
ছাত্র রাজনীতি করে তারা দেশের জন্য় দিয়ে গেল জীবন।
বর্তমানে এ কি চলে আমার সোনার বাংলাদেশে,
ছাত্রের নামে মানুষ মারে সন্ত্রাসীর বেশে।
কোথায় আছো বঙ্গবন্ধু কোথায় জিয়াউর রহমান?
তোমরা এসে এবার তাদের হাতে অস্ত্র ফেলে কলম তুলে দাও।
আমরা হব বীর বাঙালি আমরা হব শ্রেষ্ট,
আমরাই গড়ব সোনার বাংলা হয়ে দৃঢ় সংঘবদ্ধ।