কাজের লোকটি বোকা বটে
মানুষ বলে মেনো,
সঠিক ভাবে মান্য করে
কদর করো যেন।


মানুষ সে তো একই জাতি
বিভেদ কিসে বলো,
মানুষ হলেই ভাই যে তোমার
এক কাতারে চলো।


কাজের মানুষ হোক না কালো
শ্রমে মেটায় দাবি,
হাত পাতে কি তোমার কাছে
করে চুরি চাবি?


সমাজ যদি সোনার হবে
শান্তি খুঁজে জাতি,
রক্ত লালে মানুষ সম
একে অন্যের সাথী।


কাজে নেই যে বড় ছোট
সকল পেশাই দামী,
বিজ্ঞ মানেই সত্য মানে
হয় যে কল্যানকামী।