ফজর বেলায় দিচ্ছে আজান দূরের ঐ গ্রামে
আমার কানে আসছে তা মিষ্ট সুরের প্রেমে
নামাজেতে যেতে হবে জেনেও ঘুমালাম
এতো মজা আর পাবো না, শতো খুঁজে দাম
ঐ ঘরেতে মা উঠেছে আমার কি তাতে
মায়ের নামাজ মা পড়ুক, আমি কাঁথার সাথে
একটু বাদে আমার ঘরে কিসের শব্দ শুনি
এ যে আমার মায়ের কন্ঠে বিষাদময় বাণি
মা বললো উঠো খোকা নামাজেতে যাও
খোদার কাছে হাত তুলে শুভ কিছু চাও
মায়ে'র কথা আমি বলো কিভাবে না মানি
আমার জন্যে অপেক্ষিত জালি বেত জানি
মায়ের হাতে মার খেতে ভালো লাগে না আর
চালাক আজও হইনি আমি এতো খেয়ে মার।


নামাজ শেষে ঘরে এসে শুনি মা পড়ছে
কুরআন পড়ে খুব জোরে অভিরাম কাঁদছে
আমায় দেখে হুকুম দিলো পড়তে যেন বসি
খানিক পরে নাস্তা দিবে খাবো অনেক বেশি
সকাল ন'টায় রেডি হয়ে বিদ্যালয়ে যাবো
বের হবো মাকে নিয়ে ব্যাস্ততায় হারাবো
দিনভর বিদ্যালয়ে কেটে যায় সময়
ক্লান্ত হয়ে শান্তি খুঁজে পা দিই বাড়িময়
সন্ধ্যে হলো বেলা গড়ালো খেলা আমার শেষ
ওদিক থেকে ডাকছে মা শোনা যাচ্ছে বেশ
মা'কে বললাম, মা আমি আরেকটু খেলি?
মা শুধালো যা বলেছি, দ্রুত বাড়ি গেলি?
সময় মতো করবি সদা তোর নিজের কাজ
খেয়ালি হলে পিছিয়ে যাবি পাবি না তুই রাজ।


এই ভাবে স্কুল পেরিয়ে বড় হয়ে গেছি
কলেজে যায় মা'কে বুঝাই মিথ্যে আজগুবি
মা বলে ছেলে আমার অনেক বড় হবে
স্তুতিতে মুখ সবার কাছে দীপ্তিময় রবে
জীবনে আমি অনেক বড় মানুষ হবো বলে
বহুদূরে চলে এসেছি মাকে আমি ফেলে
মা আমার কান্নায় আজ চোখের জলে হাসে
মনের মাঝে কষ্ট অনেক পাথর হয়ে ভাসে
তবুও আমায় বুঝতে দেয়না বলে খোকা পড়
মনের মতো করে তুই তোর জীবন গড়
আমি আর কতদিন থাকবো বেচেঁ বল?
তুই এইতো আছিস আমার একমাত্র সম্বল।
কভুও যদি আমার কথা তোর মনে হয়
মনে করিস পাশেই আছি সদা সর্বময়
ভালো থাকবি স্মরণ করবি মহান আল্লাহকে
আমার জন্য দোয়া করবি আগলে রাখবি বুকে।