আজকের আকাশটা অনেক মেঘলা। হয়তো বা
এখনই বৃষ্টি নামবে...
মেঘাচ্ছন্ন অন্ধকারে আমি ঘরের ভেতর বসে আছি,
ছায়ার মতো এঁটে লেগে আছে একাকিত্ব।
তোমাকে মনে পড়ার ভীষণ কল্পনাতে আমি ক্লান্ত।
অসার চোখে চেয়ে আছি জনমানুষের স্রোতে।
ভালোবাসার তিক্ত প্রতিক্রিয়ায় প্রাণবন্ত এ মন অসুস্থ
যেন কিছুতেই সেরে উঠছেনা এ রোগ।
মূর্তিমান চেহারাটা বিমর্ষে জমাট বেঁধে আছে,
যেন প্রাণবৈচিত্র একদমই নেই
জীবনের প্রতিটা বাঁকে বাঁকে বাস্তবতার স্পর্শে
যন্ত্রমানব হয়ে মেনে নিয়েছি দুনিয়ার সব ব্যাস্ততা।
স্বপ্নপাগল আমি আজ ভুলে গিয়েছি স্বপ্ন দেখতে
ভালোবাসাটাও হারিয়ে গিয়েছে স্বার্থসিদ্ধির ভীড়ে কোথাও।
যেন জীবনে কোনকিছুই নেই, আবার অনেক কিছুই আছে
এই পূর্ণ-অপূর্ণতার ভীড়ে ঠাঁই করে দাড়িয়ে আছি
সুখের অভিনয়ে অথবা দুঃখের যন্ত্রণার ঝাপটানিতে
এইতো বেশ ভালোভাবেই বেঁচে আছি।