মানুষ নিতান্তই অদ্ভুত প্রাণী, যে কি না
আপন স্বার্থের তরে অপরকে ভালোবাসে,
শত্রু হয় নিজের সম্মান সম্পদে আঘাতের তরে
হারিয়ে ফেলার অসুখ রেখে দেয় আজীবন পুষে।


শান্তির পৃথিবী চাওয়া মানুষজন
আপন ঘরে অনায়াসে বাস করে যায় অশান্তিতে!
নিয়ম যেখানে নিজকে অপরের তরে
বিলিয়ে দেওয়া, সেখানে স্বার্থ নিয়ে বেঁচে
থাকা জাতি নিশ্চয়ই বিভ্রান্তিতে।


অথচ আমাদের উচিৎ ছিলো
আমাদের ভালোবাসা প্রেম ঘৃণা যতো সবই হওয়া
আমাদের রবের জন্য। স্রষ্টার হাতে সৃষ্ট জীব
স্রষ্টার তরে বিলীন হওয়ার মাঝেই সর্বদা শুভকর।


স্রষ্টা হতে সৃষ্টির দূরত্ব ক্রমাগত বাড়ন্ত মানে
এক অশুভ শক্তির উত্থানে মিথ্যের রাজত্বকাল!
যাতে মানুষ সবই আকৃতিতেই রয়ে যাবে
মননে যাদের চারপায়া জন্তুর যাযাবর চেতনার হাল।