বিষণ্ণ বিদগ্ধ মন কাটছে বেলা
তারি সাথে বৈরিতার চলছে খেলা
সূর্য আজ দিচ্ছে ছড়িয়ে আলো
তবুও এ মন হচ্ছে না ভালো।
প্রেমহীন সন্ধ্যা কাটে, ডাকে না কেউ
বোধয় যেন আমি কারো আত্ম নই
অতীতের দরজায় ঠোকা পরে যখন
মনে হয় অতীতই ছিলো আপন।
সারি সারি স্মৃতি জমে আছে পাতায়
ডায়েরী টা খুলা রয়েছে অপেক্ষায়
মাঝে মাঝে সরু রাস্তা ধরে এগিয়ে
একা একা খুঁজি এ জীবনের মানে
খোলা জানালার কাছে বসে সর্বদা
সংকীর্ণ ফাকেঁ দেখি এ পৃথিবীটা
রহস্যময়ী উপন্যাসে খুঁজেছি শব্দ
যার প্রতিটা বর্ণে রবে আমার পরিচয়।
কেউ আমায় বলে দিবে কি, কেন
প্রাণের ছলনায় সুখ খুঁজে মানুষ?
ব্যাক্তিত্বের অহমিকায় অন্যকে কাঁদিয়ে
স্বীয় স্বর্গ তালাশে থাকে বেহুশ।
সুখের ঠিকানা নিজের মাঝে নয়
অন্যের হাসিতে মিলে আনন্দের ধারা
স্বার্থের সন্ধানে সবাই অবুজ
আমি নাহয় মন খারাপেই থাকি দিশেহারা।