বিবেকটা হারিয়েছে নীতিহীন শিক্ষায়
সকালটা শুরু হয় ক্ষতিকর দীক্ষায়,
বদমাশ বেড়ে গেছে সমাজটা বিনষ্ট
শিক্ষিত চোর পায় সম্মান যথেষ্ট।


ছাত্ররা পড়া শিখে কলমটা ছেড়ে আজ
অস্ত্রতে পকেটটা ভরে হাঁটে দাপ সাজ,
যাকে পারে তাকে মারে শক্তিতে পালোয়ান
সত্যের দাফনেতে বুদ্ধিটা আগুয়ান।


ধর্ষণে কাঁপে বোন ভয়ার্ত চোখ সারি
রাস্তায় বের হলে ক্ষুধাতুর অশরীরি,
ধরে যদি সম্ভ্রম কেড়ে নেয় কাপুরুষ
ন্যায় হীন আদালতে কাকে বলো দিবো দোষ?


বিচারক মাস শেষে মজুরিটা ঠিক নেয়
বিনিময়ে মজুরের পেঠে কড়া লাথি দেয়,
আকাশের চত্বরে কেঁদে মরে মানবতা
দুনিয়ার ভোগফল ধ্বংসিত সঠিকতা।


লাল চোখে ঝলকানি ভয়ার্ত জনমত
কালো হাতে কুকর্মে দেশে ভাসে ভুলপথ,
ক্ষমতার অপকারে জাতি আজ নিরুপায়
পথ খুঁজে পালাবার নিরুপম ছলনায়!