মনে পরে সেই অন্যরকম দিনগুলি,
সোনার চেয়েও দামী কিভাবে ভুলি!
বুঝতাম না জীবনের কোন মানে
শুধু খেলা করতাম এদিক-ওদিকের বনে
হাসি-খুশিতে থাকতাম সারাক্ষণ,
দেখিনি কোনোদিন কষ্টের ভূবন।
রঙ্গেঢঙ্গে চলতাম বন্ধুদের নিয়ে
খেলাঘর বানাইতাম বাঁশ পাতা দিয়ে।
ভালো লাগতো না পড়ালেখা পড়তাম না বই,
সকাল হলেই খুজে বেড়াতাম খেলার সাথিরা কই।
স্কুলে যেতাম ঝড়ো হয়ে হতো না ঝগড়া
মিত্রতার বন্ধনে হাতে হাত ধরা
ইচ্ছে হতো নীলক্ষা আকাশে উড়ি,
খুব যত্নে তৈরি করতাম কত রঙের ঘুড়ি।
আম, জাম, কাঠাঁল খাওয়া সোনালি ধুলোবালি,
ফিরে যদি পেতাম ছোট্টবেলার সেই দিনগুলি!