পৃথিবীর মন খারাপ
চারিদিকে অনিয়ত হাহাকার বিরাজিত
ব্যথাতুর কান্নার আর্তনাদ,
প্রিয়জন হারানোর বেদনায়
শোকে শোকাতপ্ত গোটা গ্রহের চারিপাশ।
জীবনের রঙে প্রবৃত্তির দাসত্ব বরণ করেছে যখন
সমগ্র মানবজাতি
অবাধ্যতার অবকাশ যখন ছাড়িয়েছে মিথ্যের আঁচিল
সৃষ্টি যখন ভুলে গেছে স্রষ্টাকে
ভুলে গেছে সৃষ্টির রহস্য,
হারিয়ে ফেলেছে আপন নীড়ের ঠিকানা
ঠিক তখনই সর্বক্ষমতার দামামা বাজিয়ে
চোখে আঙুল দিয়ে স্রষ্টাকে চিনিয়ে দিলো আরেকবার।


পৃথিবীর বিধ্বংসী সব মারণাস্ত্র, সেনাদের বিশাল সৈন্যদল, অহমিকার সর্বোচ্চ দেয়াল স্পর্শিত
ভূমণ্ডলের বড় রাজাধিরাজরা আজ অসহায়!
একটা অদেখা ক্ষুদ্র ভাইরাসের কাছে
যার ক্ষমতাবলে গোটা বিশ্ব প্রতিনিয়ত চলমান
তার ইশারাতেই আজ স্তব্ধ ধরণীতল,
হতবাক মানবজাতি
মহামারীর এই ক্রান্তিকালে নিমিষেই বাড়ছে লাশের সারি, যোগ হচ্ছে মৃত্যুর মিছিল।
কাঁদছে মানুষ, কেউ অনাহারে কেউ স্বজন হারিয়ে।


চলমান পরিস্থিতির সায়াহ্নকালে
স্পষ্টত সত্য এসে আবারোও দাঁড়িয়েছে
আমাদের দরজায়।
হয়তোবা, এর থেকেও কেউ শিক্ষা নিবে
কেউ ফিরে আসবে, আবার আগের মতোই
কেউ হারিয়ে যাবে অন্ধকারের অতল গহ্বরে।
কেউ কেউ খুঁজে পাবে
প্রকৃত নীড়ের ঠিকানা।