স্বাধীনতা আমার হাজার
বছরের শ্রেষ্ঠ স্বপ্ন স্বাধ
স্বাধীনতা আমার মায়ের
কাটানো প্রতিটা নির্ঘুম রাত
স্বাধীনতা আমার দাদুর
কাছে শোনা, তীব্র আবেগি গল্প
স্বাধীনতা আমার বাবার
চোখের জলে দুঃখ-কথার কল্প।
স্বাধীনতা আমার দাদার
হারানো পা নিয়ে লেখা ছন্দ
স্বাধীনতা আমার চাচার
পচেঁ যাওয়া মৃত লাশের দুর্গন্ধ।
স্বাধীনতা আমার ধর্ষিতা
বোনের ফিরে পাওয়া সেই লজ্জা
স্বাধীনতা আমার মায়ের
বুকে ছড়ানো কামান সজ্জা


স্বাধীনতা আমার যুদ্ধে
হারিয়ে ফেলা, অতি স্নেহের ভাই
স্বাধীনতা আমার লাশের
ভীড়ে প্রিয় স্বজন খুঁজে যাই
স্বাধীনতা আমার চায়ের
স্টলে আড্ডার আলোচনাকাল
স্বাধীনতা আমার গরিব
মানুষের কাটানো হাসির সকাল
স্বাধীনতা আমার গভীর
প্রতিক্ষারত এক বধূ,
যুদ্ধে যাওয়া স্বামী কখন
ফিরবে বাড়ি, তাই ভাবে শুধু।
স্বাধীনতা আমার খাবার
নিয়ে বসে থাকা এক মা,
ছেলেকে সংগ্রামে রেখে
একা একা খাবার খেতে পারেনা।


স্বাধীনতা আমার বাগানে
ফোটা এক লাল রক্তগোলাপ
স্বাধীনতা আমার তীব্র
কষ্ট, আকাশ পানে দীর্ঘশ্বাস
স্বাধীনতা আমার নিষ্ঠুর
দীর্ঘ ইতিহাসের হাতছানি
স্বাধীনতা আমার দেশের
মাটিতে গড়ে উঠা বধ্যভূমি।
স্বাধীনতা আমার বিকেল
বেলার গ্লানিকর এক পুলক
স্বাধীনতা আমার অধিক
কষ্ঠে অর্জিত মহা বিশ্বজয়।