মাঝে মাঝে কষ্টের সীমারেখা অতিক্রান্ত হয়ে
আমাদের জীবনে চরম হতাশা নেমে আসে
আমরা বেদনায় নুয়ে পড়ি, থেমে যাই দুশ্চিন্তায়
শুধু চোখ ভেজানো জলরাশি ভাসে।

জীবন যে রকম হবার কথা
বাস্তবতা সুদৃঢ় কলাকৌশলে ভিলেন সেজে
আমাদের সবগুলো স্বপ্নকে দাফন করে দেয়
জীবনটা হয়ে যায় এক অগোছালো মেঝে।

চোখের জলের কোন রং নেই, কিন্তু চোখের জল
স্পষ্টত বলে দেয় কষ্ট আর মর্মবেদনার কথা!
পৃথিবীতে এই কষ্ট নামক অস্ত্রের আঘাত ভয়ানক
যার অভিঘাতে বিদ্ধ হয় যন্ত্রণার ঘনঘটা।

আমরা স্বপ্ন ভাঙার শত কষ্টের বোঝা বহন করি
নির্মল হাসিতে অহরহ সেই কষ্ট লুকাই,
একাকীত্বের অন্ধকার একা, চোখভেজানো জলে
নির্বাসনে সব কষ্টদের পাঠাই।

রাতের শেষাংশে জানালার গ্রিল ধরে
ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে আমরা যেই একাকীত্ব শেয়ার করি!
সেই একই সময়ে আমাদের আদুরে মায়ের মতো
দুঃখের জল মুছতে কেউ একজন কাছে ডাকে।

তিনি দুনিয়ার সমস্ত আয়োজন জমা রেখে
আমাদেরকে চাওয়ার কথা বলেন,
অথচ যেই সময়ে আন্তরিকভাবে সেজদাবনত হয়ে
তার থেকে আমাদের স্বপ্নগুলো গুছিয়ে নেওয়ার কথা!

সেই সময়ে আমরা শয়তানের ধোঁকায়
রাতের কালো আঁধারে একাকীত্ব শেয়ার করি,
যদিও যেই একাকীত্ব সারানোর প্রকৃত ক্ষমতা শুধুমাত্র সেই মহান সত্ত্বার নিকটই বিদ্যমান।