কুয়াশায় আচ্ছন্ন ভোরের মেঠো পথটা ধরে
বিষন্ন মনে যখন একা একা হাঁটি,
তখন মনে হয়, আমার চেয়ে অসহায় হয়তো এ পৃথিবীতে আর কেউ নেই।
এই আমিই হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি সুখি ছিলাম
যখন তুমি আমার এ হাতটি ধরে বলেছিলে
"অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে"।
আমি হয়তোবা খুব বোকা ছিলাম
আর বিশ্বাস করেছিলাম তোমার বানিয়ে বানিয়ে বলা বিষাক্ত মিথ্যাগুলোকে।
তুমি কি জানো?
তোমার " ভালোবাসি" নামের বিষ টা আমার শরীরে ঢুকে
আমাকে পুরো ঝাঁজরা বানিয়ে ফেলেছে!
আজ আমি পৃথিবীর কাছে অনুভুতিহীন দাঁড়ানো এক মূর্তি
আমার সবটুকু অনুভূতি তুমি নিয়ে গেছ।
আজ আমি ঘুমোতে পারি না। কারন
তুমি আমাকে সারাটা জীবন ঘুম পাড়িয়ে দিবে বলেছিলে
আমার মন আজও অপেক্ষা করে তোমার জন্য।
আজ আমি কারও সাথে মিশতে পারি না
মনে হয় সবাই আমাকে নিয়ে যদি খেলা করে তোমার মতো!
আজ আমি কবিতা লিখতে ভুলে গেছি। কারন
সেই তোমার জন্যইত আমার কবিতা লেখা
তোমার অনুপস্থিতিতে কী করে আমি কলম ধরার দুঃসাহস করি বলো?
এ পূর্ণ পৃথিবীর লোকালয়ে আমি অপূর্ণ
এ ব্যাস্ত নগরীর ভিড়ে আমি হতবাক
আমি আজও ভাবি তোমাকে
আর খুঁজে বেড়াই আমাকে ছেড়ে চলে যাওয়ার কারন তোমার।
তাহলে কি তোমাকে বেশি বিশ্বাস করা
আর তোমাকে ভালোবাসাটা, আমার ভুল ছিলো?