যদি আর না ফিরে আসি কভুও
তোমাদের আঙিনায়,
ধরে নিও আছি তোমাদের কাছাকাছি
নিরন্তর ভালোবাসায়।

যদি আর দেখা না হয় এই চেনা পথে
কোলাহলময়ী কোন চা আড্ডায়!
তবে ভেবে নিও আমি ক্লান্ত ভীষণ
ছুটে চলেছি কোন এক দূর অজানায়।

যদি আর কথা না হয়, যদি আর ডাকা না হয়
আমাকে কোন জরুরি আলোচনায়!
তবে খুঁজে নিও ফিরে লাখো জনতার ভীড়ে
এত দ্রুত ভুলে যেও নাকো আমায়।

অচেনা নীড়ে পাড়ি জমাবে যে পাখি
বিদায়ের বেদনায় সে ডানা ঝাপটায়,
হারিয়ে যাওয়ার পৃথিবী এটি, এখানে
বেঁচে থাকে জীবন মৃত্যুর অপেক্ষায়।