আধুনিক মনস্তাত্ত্বিক সাহিত্য করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন; "যেন পশুশালার দরজা খুলে দেওয়া হল,বেরিয়ে পড়ল হিংস্র ঘটনা গুলো অসংযত হয়ে।"আধুনিক মানুষের জটিল মনের জট পাকানো সুতোই আধুনিক সাহিত্য উপাদান হওয়া উচিৎ।সাহিত্য মন নির্ভর। বাইরের আভরণ নয়।মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ।রিক্টার-স্কেলের মত যার কলমে এ কম্পন যত গভীর ভাবে রেখাপাত করে তিনি সাহিত্যকে ততো বেশি সমৃদ্ধ করেন।ক্যানসারের patient কে যেমন রে দেওয়াহয়;আধুনিক সভ্যতার জটিলতায় শিল্প সাহিত্যকেও রেডিও থেরাপি-র (Radiation therapy) মত মনো থেরাপি(Psychotherapy) দিতে হবে।আমার সাহিত্যের অ্যান্টি-ভাইরাস হবার ঝোঁক খুব। নির্মমভাবে কষাঘাত করতে হবে সকলের মনের ওপর।আঘাত পেলে ক্ষমা করবেন আমায়। একজন চিকিৎসক আর একজন সাহিত্যিক দুজনের দায়িত্ব এক শুশ্রূষা।সাহিত্য মনের খোরাক।
আলোচনাটি ১১৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০২/০৮/২০১৬, ১০:২৪ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।