হাত ঘড়িটা হাতে ছিলো
কলম ছিলো বুক পকেটে।
কিছু দূর যেতে না যেতেই
হাত ঘড়িটা দেখে নিতাম
পথচারীর প্রশ্ন শুনে
please এখন কয়টা বাজে ?
রুটিন বাঁধা জীবন ছিল
ঘরে ফিরতাম ঘড়ি দেখে।
হাত ঘড়িটা হাতে ছিলো
কলম ছিলো বুক পকেটে।
টুকে নিতাম Note book এ
মজার কথা মনে এলে
মাঝে মাঝে কলমটাকে
চেয়ে নিত অনেকে।
দু এক জন মনের ভুলে
দেয়নি ফেরত লেখা শেষে।
হাত ঘড়িটা হাতে ছিলো
কলম ছিলো বুক পকেটে।
পুরানো সেই অভ্যেসটা
বদলে গেলো অজান্তে
অসুবিধা হয়না তাতে
মোবাইল ফোনের বদৌলতে।
সিগারেট ও দিয়াশলাই
জ্বালাই পোড়াই সঙ্গে থাকে।
হাত ঘড়িটা হাতে ছিলো
কলম ছিলো বুক পকেটে।