তোমরা বেচেই থাকো এই অন্ধের জগতে
হারিকেনে যখন সলতে লাগাতে
বাস্তবতা তখনই আলোকিত করতে


আজো বেচে আছে কি মানবতা
অন্ধত্ব বিস্তার করো আর নব্য বলে কথা
বিষাদের এই মর মরে জগৎ
সব পথ মাড়িয়ে বৈষম্যের এক পথ


জেগে উঠো মানব আর দেহ বেচো পতিতালয়ে
খুন্তি দিয়ে খুড়ো নিজেরই কবর
আর পালাও মৃত্যু কে দেখে ভয়ে


বন্ধ করো অন্ধের এই মিছিল
একে অপরকে চুষে খাও এই হলো মিল