আমি কি এতই রক্ত খাই —
আমাকে আমন্ত্রণ জানিয়েছে হায়নাদের কারখানায়
কি সব অদ্ভুত প্রেতাত্মারা হৃদয় কে ভুলে গিয়ে ভুগছে যাবার অস্থিরতায় ;
হৃদয় ভুলে গেলে শয়তান মনে হয় — যেতে লাগলাম !


কারখানার সবাই আমাকে দেখে অবাক, কারণ সব জন্তুর মাঝে আমিই মানুষ ।
হঠাৎ দেখলাম পৃথিবীর বেশ্যারা আমাকে বরণ করতে এসেছে  —
ভিতরে গিয়ে দেখি সারি সারি কঙ্কাল আর মাংসের স্তূপ ,
বেশ্যারা আমাকে জানিয়েছে এগুলোই নাকি পৃথিবীর সুস্বাদু খাবার !
আমরা খেতে বসেছি, রক্তের পঁচা গন্ধ আসছে
দেখি বেশ্যারা আনন্দের সহিত নিজের শরীর কাটছে
আমাকে নাকি ভালোবেসে তাদের রক্ত পানি হিসেবে খাইয়ে দেবে !


হঠাৎ আমার ইচ্ছে হলো মগজ খেতে,
হায়নারা হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপরে
কিন্তু না, আমার সপ্ন ভেঙে গেলো, আমি এতক্ষণ সপ্ন দেখছিলাম —
আফসোস আমার আর রক্ত খাওয়া হলো না !
হুশ হয়ে দেখি প্রেমিকা আমার সামনে
আমিও হিংস্র নেকড়ে হয়ে ঝাঁপিয়ে পড়লাম
আমি আর প্রেমিক হতে পারলাম না !


রাত গভীরে বেরুলাম জঙ্গলে, আড়ালে শয়তান বলছে —
তুমি মানুষ হতে পারো আদতে তুমিও শয়তান,  মানুষেরাও আমাকে এ নাম দিয়েছিলো ।  
নিকৃষ্ট বেশ্যারা আমাকে প্রেমিক বলে ডাকলো।
আমাকে যে বাগানে কবর দেওয়া হবে সেখানের
পাহারাদার ছিল আমার মৃত কংকাল ।
আমি কখনো মানুষ দেখিনি !!