পৃথিবীর মানুষদের রক্ত চুষা ভালোবাসা।
এ কেমন প্রেম ভালোবাসা পৃথিবীর মানুষের
আদৌ কি এগুলো তাদের মন জয় করে নিতে পারে?
তবে প্রেম ভালোবাসা কি...?
প্রেম দেয় আক্ষেপ, অপেক্ষা, ভক্তি, শ্রদ্ধা।
তবে প্রেম কি..?  
নদীর ধারে বসে একা ভেবে যায়,
পানির স্রোতে যদি হিংস্রতা ধুয়ে কিছুটা মুক্তি পেতাম!  আবার ধরো রক্ত খেয়ে যদি বাঁচতে পেতাম।
তবে পৃথিবীর মানুষদের কে জীবন নামের সঙ্ঞা দিতাম।
জীবন কে যারা মৃত্যুর দিকে নিয়ে যায় তাদের বলতে পারতাম,
এই নাও হিংস্রের রক্ত অন্তত খেয়ে বেচে থাকো।
আর সে যখন এই রক্ত আপন মনে চুষে খেতে থাকবে
তখন মনে হবে, আমি আবারও বাঁচতে চাই।
  কিন্তু তার তো মরণ সেই রক্ত খাওয়াতেই।
বিসর্জন দেয় এভাবেই প্রতিটা প্রেমিক বা প্রেমিকা। তাদের অকাল মৃত্যুর  দায়ী হয় প্রেম, ভালোবাসা।
আর যুগের মানুষ তো মরে বেচে থাকা টাই স্বাভাবিক ।