নিষ্পাপ ছিলাম জন্মের সময়,
হারানোর তাগিদে আমি কাব্যে নিমজ্জিত  ।
হারিয়েছি যা হারাবার ছিলো,  তবুও জীবন ফুল সজ্জায় সজ্জিত।


জীবনের দামে গিয়েছিলাম পাহাড়ের চূড়ায়, সেখানে নিজের  অস্তিত্ব নিজেকেই আঘাত করে।
গিয়েছিলাম সাগরের প্রান্তে, সেখানে পেয়েছিলাম এক গাট্টি নিঃসঙ্গতা আর ঢেউ খেলানো কালো মেঘ।


শরীরের দামে গিয়েছিলাম পতিতালয়ে, জানোয়ারের ভিড়ে নিজেকে বুঝার ক্ষমতা ও হারালাম।
অঙ্গ-প্রত্যঙ্গ খুলে রেখে যেতে হয়েছিল ; মানুষ নামের অমানুষিক নির্যাতন সহ্য করলাম।


আমাকে বেচে দিয়ে কিনেছিলাম সুখ, বদলে পেয়েছিলাম আকাশ সমান দুঃখের বর্ণ মালা।
তোমাকে পেতে প্রতিষ্ঠিত হওয়ায় দিয়েছিলাম তালা, সুখের দেখা মিললো না।


আবার ভালোবাসা বেচে কিনেছি যোগ্যতা, যোগ্য হলেও ভালোবাসা কিনতে পারিনি।
বেচে দিলাম যোগ্যতা, পারলাম না আপন হতে, প্রার্থনায় বলেছিলাম কেন মৃত্যু হয় নি।


এ-সব কিছুর বিনিময়ে পেয়েছি কেবল দুঃখ, পোহাতে হয় রাত ভর।
তাই হারানোর তাগিদে মঙ্গলকাব্যে নিমজ্জিত থাকি।
সুখ,শান্তি, দুঃখ মিলে জীবন সত্যিই অনেক বিস্ময়কর .!!