আমি যে গ্রাম থেকে এসেছি, সেখানের সবাই নরক খাদক
তাদের চিন্তা মানুষের অগ্রসরের বার্তা জানিয়ে রক্ত খাওয়ার সুযোগ


আমি যে গ্রাম থেকে এসেছি, সেখানের আত্মারা ছটফটায়
নিজের মাংস বিলিয়ে দেয় ক্যানসার জনিত কুকুরের মাথায়


আমি যে গ্রাম থেকে এসেছি, সেখানে জলজ্যান্ত মনুষ্যত্ব কবরে নিক্ষেপ করে
কারণ সেখানের সিংহাসনের রাজত্ব এখন যত চোর বাটপারের হাতে


আমি যে গ্রাম থেকে এসেছি, সেখানের প্রকৃতি মৃত্যু ক্ষুধার্ত
তাদের মাঝে বেড়ে উঠা আমি — অগ্নি পুড়া শীর্ণ, জলজ্যান্ত ।