মগজে রক্ত চাপ, জানি ভয়ংকর সব ধ্বংস ।


জানা নেই এই বাস্তবতায় ধৈর্যের অভাব বোধগম্য
কেঁদে কুটে হয়রান যথাক্রমে ফুটে প্রতিভার তারতম্য


অসহায় বিষ ফুল জেগেছে আজ যুগ পেরিয়ে
বিষের মরণ যাত্রায় নব্যের এই পথের ন্যায়ে


বিদ্রোহের আগুন জ্বালিয়ে রেখে মগজে
আর মনাগুনের স্মৃতি যেন অবিনাশী জ্বলে


কলঙ্কিত এক বিষ ফুল, পুড়ে পুড়ে প্রেম ঢলে
হরেকরকমে নিঃশেষ হয় অলীক অশ্রু স্থুলনে


আহ কি মর্মান্তিক জীবনধারা
বিষাদের রেদণে দ্বন্দ্ব-বিবাদ প্রাণ খানা ৷৷