সাম্প্রতিক লাঞ্চনার প্রতিশোধ :
প্রাসাদের আজ্ঞা —
নির্ভীক সৈন্য দরিয়ার পার — তিমির  যুদ্ধ ;
বন্দুক, কামান — ঝাঁপিয়ে পড়বে ডুবিলে মিত্র ।
সামনেই অকূল পাথার — ব্যর্থতায় — তবুও যে পিছ-পা না হয়
দিশেহারা সৈন্য ; আকস্মিক বিপর্যয় — চক্ষু নিশানা —
নিথর দেহে তবুও শক্তি যোগায় ; ছুটে চলে নির্বোধ অশ্ব !
তরঙ্গে লোহিত রক্ত — মাটি তেও লুটিয়ে পড়া ছিন্নভিন্ন  মানব দেহ!
সন্ধান গুপ্তচর এর — পরিহাসের বিষয় গুপ্তচর এর দেহগুলো সৈন্যের অধীনে !
বদ হাওয়া — বিষাদ — ক্ষুব্ধ প্রাসাদে —
কিভাবে দেখাবে ক্ষমতা — তোমাদের যে পতনের পালা —
কুলসিত হৃদয় — ধ্বংসস্তূপ ; থামাও তোমাদের পাগলামি —
লাঞ্চনার রোদনের অগ্নিতে যেন আমরাই লুটপাট করি জয়ের ধ্বনি ।