আমি সত্য, তুমিও সত্য, মিছা বানাও তুমি,
বার্তায় মিছা, অস্তিত্ব ভুলে গেছি ;
লোভে ;— লাজলজ্জা বেচে দোষী হই আমি ।


সব-ই দেখি তবুও না দেখি,
দেখলেই যেন দেয় ফাঁকি ;
সব-ই বুঝি তবুও না বুঝি,
বুঝে গেলেই রাখি জীবন বাজি !


মিছিল হোক—তুলো ডাল-তরবারি ,
যত ভুল—ব্যাঘাত—আধুনিক আর বাস্তব ;
ক্ষমতার লড়াই—ক্ষু‘দার্থ পাকস্থলী !


এসো সত্যেরে লও সহজ করে
মিছারে ত্যাগ করে ;
মৃত্যু নিকটে — ভালো হও কর্মে !