নিজের অপেক্ষায় আক্ষেপ বাড়াও, পেয়ে যাবে সস্তি।
মুক্ত করে দাও জীবন,থাকবে না অসস্থি।
অন্যের অপেক্ষা করো না হারাবে জীবন, হবে নরকের পাখি।


পাখিদের ভিড়ে হারাতে চাই আমি, তবেই যেন পাই আমাকে।
পাখির ঠুটে একখানা মুক্ত চিঠি পাঠাতে চাই তোমাকে।
তুমি কি গ্রহণ করবে আমার প্রেম?


সুমধুর প্রেমের মায়াজালে উড়ে যাবো তোমাকে নিয়ে,
তুমি রাজি হলেই আমি হবো পাখি।
কিচিরমিচির শব্দ করে প্রেমালাপ করবো আর বুঝিয়ে দেবো কত গভীর নিশানা বন্দুকের গুলি।


আকাশে উড়িয়ে দাও জীবন পেয়ে যাবে শান্তি।
জীবনকে মুক্ত করে দিলেই পাবে আজীবন মুক্তি।