আমি যদি না থাকতাম, তোমার আসা হতো না
যদি তুমি না থাকতে, আমার, তুমি চেনা হতো না


তুমি, তুমি না হলে, আমার নারী চেনা হতো না
আমি, আমি না হলে, তোমার-আমার প্রথম প্রেমে পড়া হতো না


তুমি ছিলে বলেই আমি, প্রেম বুঝেছিলাম
তুমি না থাকলে বোধহয় প্রেমে নির্বোধ থাকতাম


আমি তোমায় না দেখলে হয়তো মুগ্ধতা কি জানতাম না
আমি তোমায় না দেখলে, নারী যে মহারানী, কল্পনা করতাম না


তোমার ঐ কাজল কালো চোখ দুটো না দেখলে
হয়তো ভুলেই যেতাম চোখেরও যে সৌন্দর্য আছে


তোমার প্রেমে অন্ধ না হলে, হয়তো আমি অন্ধকার দেখতাম না
আমার প্রেমে না পড়লে, আমার, তোমার জন্য অশ্রু ঝর‘তো  না


ভালোবাসায় যে মায়া থাকে তুমি না আসলে আমি বুঝতাম-ই না
প্রেমে যে ভয়ও থাকে তুমি কাছে না আসলে জানতাম-ই না


আমি ছিলাম বলেই তুমি, হয়তো আমার হয়েছিলে
তুমি না থাকলেও, নতুন তুমি আসতো, অন্তর গহীনে


আমি বলেছিলাম তুমি হারাবে
এবং তুমি এটাই নিখুঁতভাবে করেছিলে !


তুমি যদি আমাকে বুঝতেই তাহলে, পরিস্থিতির দোহাই দিয়ে ছেড়ে যেতে না
আমার এই জীবন এখন, হয় তোমার, না হয় মৃত্যুর অপেক্ষায় মত্‘তোয়ারা