সপ্ন দেখি তোমায় নিয়ে, বকুলের মালা গেঁথে,
চেয়ে রয় সেই পশ্চিমা রাস্তার দিকে, তুমি আসবে বলে।
লাল গোলাপ রেখেছি ডায়েরির ভাজে,
রজনীগন্ধার গন্ধে ছড়িয়ে আছে ঘরে, বারান্দায় , তুমি আসবে বলে।


চাঁদের আলোয় তোমাকে দেখবো, লিখবো প্রেমের কবিতা
পশ্চিমা রাস্তার দ্বারে চেয়ে রয়, - তুমি কোন সুদূর, কোন-বা প্রান্তে, মন যে আর সহে না।


হঠাৎ শুনি ডাক পড়লো আছো কি কবি,
কহিলাম তখন, মনের ঘরে যে নিতান্তই কারণে অকারণে তাহার ছবি আঁকি।
ফুলের ঘ্রাণ সুবাস ছড়াচ্ছে,  মাতাল হচ্ছি আমি, সাথে তার ঘন কালো চোখে তাকিয়ে মগ্ন হয়ে থাকি।


কালো হরিণীর চোখ তাহার পড়া ছিলো নীল শাড়ি
স্বপ্নে তাকে নিয়ে সাত-সমুদ্র তের নদী দিলাম পারি।