একবার জন্মেছি, একবার মরে যাবো
একবার যা পেয়েছি,দ্বিতীয়বার তা হারাবো ।
একবার নয়, নিজেকে হারিয়েছি বহুবার
একবার নয়, অন্তরে মরেছি বার-বার !
একেবারে পাই না কেন ?
একবার-ই সব পেয়ে যায় যেন !!
মৃতের কঙ্কাল হয়ে পৃথিবীতে জন্ম নেওয়া আমাদের ।
পৃথিবীতে এসে নাম হয়েছিল মানুষ !
অবুঝের মতো শাসন করেছিলাম শৈশব ;
শৈশবে মানুষ দেখেছি স্বপ্নে — ভিতরে তাদের ছিলো অমানুষ।
পৃথিবীর শূন্যে নিজেকে খুঁজি —
খুঁজতে খুঁজতে বারবার আত্মায় মরি !
আমি মানুষের দেখেছি — বিচার-আচার
রাজত্বের  স্বার্থে খুন হতে ; দেখায় মনুষ্যত্ব — অন্তরে জানোয়ার !
অত:পর মগজে মগজে হিংস্রতার তীব্র রক্তের স্রোত দ্বারায়
বিষের যন্ত্রণা থেকে অমৃতের জন্ম হয় ।
আমি এ পৃথিবীর ছেড়ে আরেকটা বার জন্মাতে চাই  
কেবলই হিংস্র প্রাণী হয়ে; কারণ —
আমি মানুষের হাড় চিবিয়ে খেয়ে শান্তি পাই !
আত্মহত্যাকারীর যদি ফাঁসি হতো, তাহলে আমরা পেয়ে যেতাম মুক্তি !
স্বস্রেয় বলে দিতাম আমরাই আত্মহত্যাকারী ; আমাদের ফাঁসিতে ঝুলাও—এবং দাও মুক্তি !
এভাবে বাঁচার যে নাই কোন যুক্তি !
জন্ম হয়েছে হারানোর জন্য না ; জন্মেছি জন্ম কে খুঁজে পেতে —
  যেখানে চিরস্থায়ী আমি থাকবো না