এমন কিছু কি চিন্তায় আসে,যা কখনো দেখো নি
এমন কথা যা আওয়াজ হয়নি কখোনো।
এমনকি স্বপ্ন মিশে থাকে – এটা সেটা বরাবরকার স্মৃতি
এমন কিছু কি চিন্তায় আসে
এমন কিছু, যা অনুভবে নেই।
তুমি তো অনুভুবে ছিলে,
সবই ছিলো অনুবর্তী গাথা
বাকি সবই – জড়ো করে আনা,
স্বপ্নচারণ মায়া ইতিহাস,
তোমায় এখানে রাখি
তোমায় ওখানে।
অদৃশ্য জল থেকে গঙ্গারা বয়,
নগরীর অতীতের নাগরিক ইতিহাস থাকে -
অস্ফুট কথা বলে তন্ত্রীতে তন্ত্রীতে,
স্বপ্নের রং বলে দিয়ে যায়।
এমন কিছু কি চিন্তায় আসে,
এমন কিছু, যা অনুভবে নেই।