কবি তুমি
'-  অপরিচিত আমি
=====================
এভাবেই পথ চলতে চলতে।।
একদিন কবি হয়ে উঠবে।।।।
পথের কাব্য ভরা কবি।।।।
রাস্তার কাব্য ভরা কবি।।।
কবিতার পথের কবি
'কাব্য রসে ভরা কবি।
জীবনের পথে সুরের কবি


আমরা হয়তোবা পড়ে থাকবো
সেই পথের ধারে।
কেউ কি চিনিবে সেদিন?
এই অচেনা আমারে!


অচেনা কত কিছু।
অচেনা সকাল 'অচেনা বিকেল।
অজানা মানুষ এই আমি।


অচেনা ধুলার সাথে হারাবো একদিন।
হাড়িয়ে যাবো পথের ধারে।
পথের ধুলার সাথে মিশে যাবে।
শৈশব আর কৈশোরের বেদনা।
পথ হারা হবে এ জীবন।
থাকবে না কিছু।
স্মৃতি হিসেবে রেখে যাবো কি?


কাব্য পথের পথিক যারা'
ফুল হয়ে ফুটবে তারা।
কাব্যহয়ে থাকবে সবার মাঝে।


আমরা একদিন হাড়িয়ে যাবো'
পরিষ্কার হয়ে যাবে পৃথিবী।
কাব্য রসে ভরে উঠবে চারদিক।
'কবিরা থাকবে সুর হয়ে'।


বাঁচবে তারা পৃথিবীর স্বপ্ন হয়ে
জাগবে তারা আলো হয়ে।
অপরিচিত আমরা।
অজানাতে থাকবো চিরকাল।
হাড়িয়ে যাবো স্রোতের সাথে।
কেউ খুজবে না  কোনদিন।
কোন বাসে 'ট্রেনে।
কোন চেনা পথে।


কবি তুমি"
কবি তোমরা।
অচেনা আমি '
অচেনা আমরা।