মায়া বাড়িয়ে লাভ কি বল
তুমি অমার কে ?
আমি তোমার কেউ না জানি
এই হাজার বছরের কবিতা গুলো।
একদিন বদ্ধ কাব্যগ্রন্থে আবদ্ধ হয়ে যাবে
কাব্যগ্রন্থটা লুকিয়ে থাকবে "
কোন গ্রন্থাগারের এক কোণে।
তোমার আমার কাহিনী
জানতে চাইবে না কেউ।
হাজার বছর ধরে ।
এরকম কোটি কোটি কাহিণী
নষ্ট হয়ে পচে গেছে।
হাড়িয়ে গেছে তারা এই মহাজগতে।
অমরা কি তার খবর নেই?
খবর নেয়ার সময় নাই আমার ;তোমার
এভাবেই হাড়াবে কবিতা আমার
আমিও চলে যাবো।
তোমার চক্ষু খুঁজবে কি আমাকে।
মনের ক্যানভাসে আকবে কি ছবি?
সেসব মায়া শুধু ফাঁকি।
অবহেলার আকিঝুকি
একদিন এই সময় গুলো ।
ইতিহাস হবে না ।
ইতিহাসের পাতায় পাবে না স্থান।
ইতিহাস তো রাজাদের হয়।
আঁকি ঝুকি ফাকির নয় ।
সময় ভুলে যাবে এই আমাকে।
তুমিও ভুলে যাবে।
তবে এসব মায়ার কি দরকার
কি পাবে তুমি দুঃখ ছাড়া
তুমি কি বলবে
কে আমি তোমার?
তুমি কে আমার?
মিথ্যা একটা প্রশ্ন।
মিথ্যা একটা উত্তর দিয়েই দাও না
তাহলেই তো হয়ে যায়।
বার বার করবো না বিরক্ত
মিথ্যা উত্তর পেয়েই মন খুশি হবে
মন যে অল্পতেই তুষ্ট।
বেশি চায় না সে।
বলে দাও ।
তুমি আমার সব।
কলিজা 'গুর্দা ফেপরা।
কিডনী 'মস্তক সব।
আমিও বলব ।
তুমি আমার অলস দুপুর।
চাঁদনী রাত।
আর কি চাই?
মিথ্যা শান্তনা দিয়ে যাও
বলে যাও কিছু