ছিঁড়ে গেছে বাসি ফুলের মালা
শুকিয়ে গেছে পাঁপড়ি,
কালো মেঘে ছেয়ে গেছে সমস্ত আকাশ
আর আমি এখনও তোর প্রতিক্ষায়......
কতো দিন হল তোকে দেখি না,
তোর সাথে কথা হয় না,
না, তোকে এখন আর কোথাও খুঁজে পাই না,
তুই কোথায় আছিস? কেমন আছিস?
কি ভাবে তোর সকাল থেকে সন্ধ্যা,
সন্ধ্যা থেকে সকাল কাটে,
না,কিছুই জানি না।
তুই কি এখনও চাঁদনী রাতে,
চাঁদের দিকে তাকিয়ে আমার কথা ভাবিস?
তুই কি এখনও সারা রাত জেগে জেগে
নিঃশব্দ কাঁন্নায় মনকে শান্ত করিস?
না,কিছুই জানি না।
হয়তো জানতেও পারব না।
অন্ধকারে নির্বাক দাঁড়িয়ে থাকা
গাছের প্রেত্মছায়ার মত
থেকে যাবি তুই সমস্ত হৃদয় জুড়ে,
সেখানে ভোরের শান্ত বাতাস,
ডাহুকের ডাক,সোনা মাখা রোঁদ
হয়তো আর উঠবে না,
কর্কশ কঠিন বাস্তব্তায় তুই এখন শুধুই স্মৃতি।
আজও তোকে অনেক বেশি মনে পড়ে
যেখানেই থাকিস,
ভাল থাকিস তুই, ভাল থাকিস।