সোনালী স্বপ্নের সেই দিনগুলোতে ছিল
        এই পৃথিবীময় তৃনছায়ায় ঘেরা।
রাখালিয়া সুরে নদীতীরে বাজত বাশি,
সবুজ শ্যামলে ভরা আম- কাঠালের দেশে।
তৃন- লতাগুল্মে আমার এ বাংলাদেশে,
এক অপরুপ শোভা বিরাজিত ছিল কিছুদিন আগেও
হঠ্যাৎ একি মানুষের বৃক্ষ নিধনের তান্ডব,
    ঘূর্ণিঝড়, বন্যায় দেশ আজ বৃক্ষহীন।
চলো তবে গড়ে তুলি নতুন এক পৃথিবী,
    কাধে কাধ মিলিয়ে বৃক্ষ রোপনে হই মনোযোগী।
সবুজ শ্যামলিমায় ভরা বৃক্ষের ছায়ায় ফিরিয়ে
         আনি সেই স্বর্নালী দিনগুলি।