আমার ঘুমের ঘুরে
নিশি রাতের বেলায়,
এসো গো হে প্রিয়তম
স্বপন আঙ্গিনায়।

তুমিই যে ধ্যান-জ্ঞান
মম মন মিনারে,
বাজাও সদা প্রতিধ্বনি  
গভীর প্রেমের সুরে।

আঁখি মেলে চাই শুধু
পেতে দরশন,
দেখা দিয়ে জুড়াও ওগো
আমার এ নয়ন।

তোমাতেই পাই খোঁজে
এ হৃদয়ে হিম্মত।
মরণে পাই যেন কাছে
এ আশেক উম্মত।